আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুই আরোহী নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে দেশটির লি সামিট মিউনিসিপাল বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পত্রিকার খবরে বলা হয়, বিমানবন্দরের উত্তরপূর্ব ডগলাস সড়কের ২৭০০ ব্লকে বিমানটি বিধ্বস্ত হয়। এতে বিমানের থাকা দুইজনই নিহত হয়েছেন।
দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্রই বিমানের জরুরি কর্মীরা যখন ঘটনাস্থলে পৌঁছয়, তখন তারা বিমানের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখেন। এছাড়া প্রাণহীন হয়ে পড়ে থাকতে দেখেন বিমানের দুই আরোহীকে। তবে কাউকে আহত অবস্থায় পাওয়া যায়নি। ঘটনার পরপরই বিধ্বস্তের কারণ উদঘাটনে তদন্ত শুরু করে দিয়েছে কর্তৃপক্ষ।
২১সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম