আন্তর্জাতিক ডেস্ক: ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ করে, তাহলে তাদেরও ছেড়ে দেয়া হবে না। পাল্টা আক্রমণ করবে পাকিস্তান। ঠিক এমনই হুশিয়ারি বাক্য উচ্চারণ করেছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ।
কাশ্মিরের উরিতে একটি সেনা ঘাঁটিতে সন্ত্রাসী হামলার পর ভারতীয় বিভিন্ন মহলে উত্তেজনাকর বক্তব্যের প্রেক্ষাপটে এভাবেই ভারতকে হুঁশিয়ারি দেন তিনি।
তিনি বলেন, ভারত যদি কোনোভাবে পাকিস্তানের ওপর হামলা করে, তাহলে ছেড়ে দেয়া হবে না। প্রত্যুত্তর দেয়া হবে। শুধু তাই নয়, উরি হামলায় পাক সেন বাহিনী কোনোভাবে জড়িত নয় বলেও উল্লেখ করেন তিনি। জয়েশের সঙ্গে হাত মিলিয়ে কোনোভাবেই পাকিস্তান সেনাবাহিনীর উরির সেনা ছাউনিতে হামলা চালায়নি বলে দাবি করেছেন মোশাররফ। অন্যদিকে, ভারতীয় সেনা বাহিনীর ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিং-এর বিরুদ্ধেও তোপ দেগেছেন তিনি। কী হিসেবে রণবীর সিং উরি হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়েছেন, সেই প্রশ্ন করেন মোশারফ। ভারতের হাতে কী প্রমাণ আছে, সেটাও জানতে চান তিনি।
পাশাপাশি, ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্করের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেন মোশাররফ।
২১ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর