আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান মঙ্গলবার ভারতকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, ভারতের ভিত্তিহীন অভিযোগ এবং হুমকিতে পাকিস্তান ভয় পাবে না।
কাশ্মিরের একটি সেনা ঘাঁটিতে বিচ্ছিন্নতাবাদীদের হামলার প্রেক্ষাপটে ভারতের বিভিন্ন মহল থেকে পাকিস্তানকে লক্ষ্য করে হুমকি দেয়ার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন।
সাম্প্রতিক ওই হামলায় ১৭ ভারতীয় সৈন্য নিহত হয়। ভারত বলছে, পাকিস্তানই এই হামলার নেপথ্যে ছিল। নিসার আলী বলেন, ভারতের ভিত্তিহীন অভিযোগ সত্ত্বেও পাকিস্তান কাশ্মিরি জনগণের প্রতি তার নৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন দেয়া থেকে বিরত থাকবে না।
তিনি বলেন, কাশ্মিরিদের স্বাধীনতার সংগ্রাম ভারতীয় নির্যাতনে বন্ধ হবে না।-নয়া দিগন্ত
২০ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর