 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতি ডেস্ক: কল্পবিজ্ঞানের মজা হল যা আজ ‘কল্পনা’, অদূর ভবিষ্যতে তাই হয়ে উঠতে পারে ‘বাস্তব’। জুল ভের্ন-এর বিখ্যাত উপন্যাস ‘ফ্রম দ্য আর্থ টু দ্য মুন’-এর কথাই ধরা যাক। সেখানে এই মহান কল্পবিজ্ঞান সাহিত্যিক চন্দ্র অভিযানের কথা বলেছিলেন। মানুষ যে একদিন ঠিকই মহাকাশে পাড়ি দেবে তা ১৮৬৫ সালে বসেই কল্পনা করতে পেরেছিলেন তিনি। কল্পবিজ্ঞান সাহিত্যে আরও ঝুরি ঝুরি উদাহরণ রয়েছে যা পরবর্তীকালে বাস্তব হয়ে উঠেছে। যেমন ১৯৫৩ সালের ‘ফারেনহাইট ৪৫১’ বইটিতে একটি পোর্টেবল অডিও সিস্টেমের কথা বলা হয়। তারও প্রায় তিন দশক পরে বাজারে আসে হেডফোন এবং ওয়াকম্যান।
এমন উদাহরণের শেষ নেই। মোদ্দা কথা হল, কল্পবিজ্ঞানের নানা বিষয় এই মুহূর্তে ‘বাস্তব’ না হলেও ভবিষ্যতে তা যে সত্যিই মানুষ চাক্ষুষ করবে না, তার কোনও গ্যারান্টি কেউ দিতে পারে? মৃত্যু-ভূত-আত্মা— আদৌ আছে না নেই, এই সব নিয়েও তো বিতর্কের শেষ নেই। তাই ‘জম্বি-ভ্যাম্পায়ার’ অথবা ‘এলিয়েন’ যে নেই এবং হলিউডি ছবির মতো তেনারা যে কোনওদিন সদলবলে মানুষের সভ্যতাকে আক্রমণ করবে না, তারও কোনও নিশ্চয়তা আছে কি? সবাই হয়তো এই সব নিয়ে তলিয়ে ভাবেন না কিন্তু একজন ভেবেছেন এবং দেশের মানুষের নিরাপত্তা নিয়ে প্রচণ্ড চিন্তিত হয়ে পড়েছেন।
সম্প্রতি মুম্বইয়ের অজয় কুমার একটি আরটিআই বা (রাইট টু ইনফরমেশন) আবেদন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে এবং সেখানে তিনি স্পষ্ট করে জানতে চেয়েছেন যে জম্বি, এলিয়েন বা একস্ট্রা ডায়মেনশনাল কোনও কিছু যদি হঠাৎ আক্রমণ করে বসে তবে ভারতের কাছে সেই আক্রমণ মোকাবিলা করার মতো প্রয়োজনীয় ব্যবস্থা আছে কি? তিনি সম্ভবত সন্দিহান যে ভারত জম্বি অ্যাটাক ঠেকাতে ঠিক ততটা সশস্ত্র নয়। তাই তিনি ‘মেন ইন ব্ল্যাক’ সিরিজের অভিনেতা ‘উইল স্মিথ’-এর প্রসঙ্গ টেনে জানতে চেয়েছেন যে তেমন কাউকে ছাড়াই কি এলিয়েন বা জম্বি আক্রমণ ঠেকাতে পারবে ভারত? নীচে রইল আরটিআই-এর স্ক্যানড ইমেজ—
এই বিচিত্র ‘আরটিআই’-টি সম্প্রতি ভাইরাল হয়েছে ফেসবুকে। কিন্তু এই আরটিআই-এর কোনও উত্তর এসে পৌঁছেছে কি না অজয়ের কাছে, তা এখনও জানা যায়নি। উত্তর সরাসরি না দিলেও প্রধানমন্ত্রী কি এই বিষয়ে চিন্তাভাবনা করছেন? তাও জানা নেই তবে সত্যিই যদি জম্বি-এলিয়েনরা আক্রমণ করে বসে এই ২০১৬ সালে, তবে উইল স্মিথকে দিয়ে ঠিক হবে না। ‘মেন ইন ব্ল্যাক’-এর পরে পৃথিবী আরও দু’টি দশক এগিয়ে গিয়েছে। তাই স্মিথ নয়, চাই ‘ম্যাক্সিমাস প্রাইম’-এর মতো ট্রান্সফর্মার অটোবট। প্রধানমন্ত্রী বিষয়টা ভেবে দেখতে পারেন কিন্তু!-এবেলা
২১ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর
 
  
                             
                                    
                 
  
                             
                                    
                 
  
                             
                                    
                 
  
                             
                                    
                