আন্তর্জাতিক ডেস্ক : গত রবিবার উরি সেনা ঘাঁটিতে হামলার আগে আরো একটি ভয়ঙ্কর নাশকতার পরিকল্পনা ছিল সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করা জঙ্গিদের৷ যা প্রকৃত পক্ষে সম্ভবপর হয়ে ওঠেনি কেবল মাত্র এক বৃদ্ধ দম্পতির জন্য৷ কলকাতা২৪-এর এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
জানা গিয়েছে, গত ১১ সেপ্টেম্বর হাজি নাজির হুসেন নামের ওই বৃদ্ধের বাড়িতে ঢুকে পড়েছিল এক সশস্ত্র জঙ্গি৷ গুলি করে হত্যা করে দম্পতির কাজের লোককে৷ গুলির আওয়াজ শুনে রান্নাঘরে গিয়ে ওই জঙ্গিকে প্রথম দেখতে পান হাজি নাজির হুসেন ও তাঁর স্ত্রী৷ সঙ্গে সঙ্গে নিজেদের একটি ঘরে বন্ধ করে সেনা জওয়ানদের ফোন করেন হাজি সাহেবের স্ত্রী৷ ঘটনার সম্পূর্ণ বিবরণ দেন তারা৷ সঙ্গে সঙ্গে যথাস্থানে পৌঁছান সেনা জওয়ানরা ও শুরু হয় অভিযান৷
সেনা সূত্রে খবর, শুধু এই বৃদ্ধ দম্পতিই নয় জওয়ানদের সম্পূর্ণ সাহায্যের হাত বাড়িয়ে দেয় আশেপাশের মানুষজনও৷ তাদর জন্য চা ও খাবারের ব্যবস্থা করে বৃদ্ধ দম্পতির প্রতিবেশীরা৷ তাদের সাহায্যেই প্রায় ৬০ ঘণ্টা লড়াইয়ের পরে, চার জঙ্গিকে হাজি নাজির হুসেনের বাড়িতে হত্যা করে সেনা জওয়ানরা৷ গত ১৫ সেপ্টেম্বর ওই দুই দম্পতিকে তাদের সাহসিকতার জন্য পুরস্কৃত করেন আর্মি কমান্ডার এল আই হুড্ডা৷
২১ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই