আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর কার্যক্রম অবিলম্বে বন্ধের আহবান জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)।
ভারত-শাসিত কাশ্মীরের পরিস্থিতিতে গভীর উদ্বেগও প্রকাশ করেছে ওআইসি।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে জম্মু ও কাশ্মিরবিষয়ক ওআইসি কন্টাক্ট গ্রুপের এক সভায় কাশ্মীরে ভারতীয় বাহিনরি তৎপরতার নিন্দা জানানো হয়।
ওআইসি মহাসচিব ইয়াদ মাদানির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এবং তুরস্ক ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন।
এছাড়া নাইজার, সৌদি আরবের প্রতিনিধিরাও ছিলেন।
কাশ্মির সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য জাতিসংঘ প্রস্তাব এবং কাশ্মীরি জনগণের ইচ্ছাকে গুরুত্ব দেয়ার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান মাদানি।
তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনী পেলেট বন্দুকের মাধ্যমে কাশ্মীরি জনগণকে শারীরিকভাবে অন্ধ করা যাবে, কিন্তু তাদের আত্মনিয়ন্ত্রণাধিকারের স্বপ্নকে শেষ করা যাবে না। সূত্র : আরব নিউজ
২১ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম