আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের গণমাধ্যমের খবর, ভারতের সেনাবাহিনী পাকিস্তানের সীমান্তের কাছাকাছি এলাকায় ক্রমশই সরে আসছে।
ভারত যেকোনো মুহূর্তে পাকিস্তানে হামলা চালাতে পারে এমন আশঙ্কাও তৈরি হয়েছে সেখানে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সেনাবাহিনী প্রধান জেনারেল রাহিল শরীফের সাথে আলাপ করেছেন বলে খবর পাওয়া গেছে।
পাকিস্তানের উত্তরাঞ্চলে এ নিয়ে বেশ সতর্ক অবস্থা অবলম্বন করা হচ্ছে।
পাকিস্তান থেকে বিবিসির এক সংবাদদাতা এ কথা জানিয়েছেন।
পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পিআইএ'র একজন মুখপাত্র জানিয়েছেন, সকাল থেকে গিলগিট, স্কার্দু ও চিত্রাল এলাকায় 'বিমান পথ বন্ধ করে দিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ।'
বিবিসির সংবাদদাতারা বলছেন, ভারত পাকিস্তানকে আক্রমণ করতে পারে এমন আশঙ্কায় এসব ফ্লাইট বন্ধ রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইসলামাবাদ ও পেশোয়ারের মধ্যকার মূল মহাসড়কের কিছু অংশও বন্ধ রাখা হয়েছে।
কর্মকর্তারা বলছেন, সংস্কারের জন্য মহাসড়ক বন্ধ করা হয়েছে। কিন্তু এই মহাসড়ক যুদ্ধবিমানের ওঠানামায় ব্যবহার করা সম্ভব।
পাকিস্তানের উত্তরাঞ্চলে বেশ সতর্ক অবস্থা অবলম্বন করা হচ্ছে
ভারত শাসিত কাশ্মীরের উরিতে একটি সেনাঘাঁটিতে রোববার রাতে একদল বন্দুকধারীর হামলায় ১৭ সেনাসদস্য নিহত হওয়ার পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানকে একটি সন্ত্রাসী রাষ্ট্র বলে আখ্যায়িত করেন।
রোববারের এ হামলার পেছনে পাকিস্তানের পরোক্ষ বা প্রত্যক্ষ ভূমিকা ছিল বলে মনে করছেন ভারতের অনেক সেনা কর্মকর্তা বা নিরাপত্তা বিশ্লেষক।
ভারত কীভাবে এর জবাব দেবে তা ঠিক করার জন্য দিল্লিতে সিনিয়র মন্ত্রীদের সাথে এক বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারত তার প্রাথমিক প্রতিক্রিয়ায় বলেছে, পাকিস্তান-ভিত্তিক জয়েশ-এ-মুহম্মদ নামের একটি জঙ্গিগোষ্ঠী এ ঘটনা ঘটিয়েছে।
তবে এ ঘটনায় জড়িত থাকার কথা জোরালোভাবে অস্বীকার করেছে পাকিস্তান। কিন্তু বিষয়টিকে কেন্দ্র করে দু'দেশের মধ্যে নতুন করে আবারো উত্তেজনা দেখা দিয়েছে।
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ আরো পরের দিকে মন্ত্রিসভার এক বৈঠকে কাশ্মীর নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। বলা হচ্ছে, এ বৈঠক থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হবে।
এছাড়া নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা কমিটিও কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনা করবে বলে কথা রয়েছে।
কাশ্মীর উপত্যকা আজ ৭৪তম দিনের মত অচল হয়ে রয়েছে। সেখানে বিক্ষোভ ও সংঘর্ষ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় কাশ্মীরে আরো ৬৪ জন তরুণকে গ্রেফতার করেছে।
২১ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম