আন্তর্জাতিক ডেস্ক : কোনোমতেই বন্ধ হবে না পাকিস্তানে পরমাণু কার্যক্রম। বুধবার নিউ ইয়র্কে এক সাংবাদ সম্মেলনে স্পষ্ট ভাষায় এই উত্তর দিলেন জাতিসংঘের স্থায়ী পাক প্রতিনিধি মালিহা লোধি। এক বৈঠকে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে পরমাণু কর্মসূচীর উপর নিয়ন্ত্রণ আনার জন্য আবেদন জানান মার্কিন পররাষ্ট্র সচিব জন কেরি। লোধি জানিয়েছেন, এর উত্তরে শরিফ বলেছেন পাকিস্তানের কাছ থেক যা আশা করা হচ্ছে ভারতকেও তাই করতে হবে।
লোধি আরো বলেন, ‘ভারতের পরমাণু কার্যক্রম বন্ধ করতে বলতে হবে সবার আগে।’ পাকিস্তানের পররাষ্ট্র সচিব সরতাজ আজিজও এদিন লোধির সঙ্গে সাংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। তিনি বলেন, পাকিস্তান যেভাবে সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, তা আর কেউ নেয়নি। এদিন জাতিসংঘে বক্তব্য রাখবেন নওয়াজ শরিফ। তার আগেই পাকিস্তানের পক্ষ থেকে এই বার্তা দেয়া হলো। এই সপ্তাহেই সুষমা স্বরাজও বক্তব্য রাখবেন জাতিসংঘে। সেখানেই স্বাভাবিকভাবেই প্রাধান্য পাবে উরি হামলা। আর শরিফের বক্তব্য উঠে আসবে অশান্ত কাশ্মীর।
তবে এসবের আগেই পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করতে বিল পেশ হয়েছে মার্কিন কংগ্রেসে। মার্কিন কংগ্রেসের প্রতিনিধি টেড পো এক বিবৃতি দিয়ে বলেছেন, এখন সময় এসেছে পাকিস্তানকে জবাব দেয়ার। সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে পাকিস্তান। সেই প্রেক্ষিতেই পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে চিহ্নিত করার সময় এসে গিয়েছে বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে মার্কিন পররাষ্ট্র সচিব জন কেরি বলেন, পাকিস্তানের মাটি জঙ্গিরা স্বর্গরাজ্য হিসাবে ব্যাবহার করছে৷ অবিলম্বে তা বন্ধ করার ব্যবস্থা করুন৷
২১ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই