বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬, ০৭:৩২:৩১

ডাক শোনা হলো না গর্ভের সন্তানের, দেখা হলো না বোনের বিয়ে

ডাক শোনা হলো না গর্ভের সন্তানের, দেখা হলো না বোনের বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক : মায়ের গর্ভে অপেক্ষায় রয়েছে এক সন্তান। কিন্তু বাবাকে দেখা হলে না। ঝিলম নদীর পাড়ে ছিন্নভিন্ন হয়ে গেলেন ৩৩ বছরের জওয়ান ল্যান্স নায়েক আর কে যাদব। উত্তরপ্রদেশের বালিয়ায় তার গ্রামে অন্তঃসত্ত্বা স্ত্রীর কাছে গোপন করা হয়েছে সেই খবর। বৃহস্পতিবারই মায়ের সঙ্গে কথা বলেছিলেন যাদব।

মা তিনি বলেছিলেন‚ ‘যত পারো কথা বলে নাও’, কারণ তিনি জানতেন পরেরদিনই পোস্টিং হবে আরো উঁচু রেঞ্জে। সেখান থেকে কথা বলার সুযোগ নাও হতে পারে। কথা বলার সুযোগ শেষ হয়ে গেল একেবারে। উরির সীমান্ত থেকে কয়েক কিলোমিটার দূরে ঝিলমের পাড়ে সেনা ছাউনিতে ঘুমন্ত যাদবের উপরে আছড়ে পড়ল জঙ্গিদের গ্রেনেড আর বুলেট। কলকাতা-২৪ এর এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

যাদবের সহযোদ্ধা ছিলেন সন্ত কবীর নগরের গণেশশঙ্কর। ভাইয়ের সঙ্গে ক’দিন আগেই ফোনে কথা বলেছিলেন। সামনেই বোনের বিয়ে। বলেছিলেন অক্টোবরেই যাবেন বাড়িতে। এলেন আগেই, তবে এ বার কফিনবন্দি হয়ে। বোনের বিয়েতে থাকতে পারলেন না ৩৪ বছরের গণেশশঙ্কর। রয়ে গেল তার মুখ চেয়ে অপেক্ষায় থাকা তিন সন্তান। সবার বয়স ১০ এর মধ্যে।

সিপাই হরেন্দ্রকুমারের দুই ছেলেও ছোট। বয়স চার আর দুই। গাজিপুরের গ্রামে সবার মনে পড়ছে কয়েক মাস আগে ছুটিতে এসে কীভাবে গ্রামের এক বাড়িতে অগ্নিকাণ্ডে তিনি বাঁচিয়েছিলেন মানুষজনকে। সেই হরেন্দ্রকুমার নিজে দগ্ধ হয়ে গেলেন জঙ্গিদের বারুদে।

জৌনপুরের যুবক রাজেশ কুমার সিং রেখে গেলেন বাবা, মা, স্ত্রী আর ৬ বছরের সন্তানকে। তার বাবার একটাই আক্ষেপে‚ প্রত্যাঘাত করার সুযোগ না পেয়ে শহিদ হলেন ছেলে। বীরের মতো যুদ্ধে গিয়ে মৃত্যুবরণ করতে পারলেন না। দেশের বিভিন্ন রাজ্যের সঙ্গে উত্তরপ্রদেশে শেষকৃত্য সম্পন্ন হয়ে গেল এই জওয়ানদের।
২১ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে