বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬, ১১:১১:১৮

পাকিস্তান বা চীন নয়, ভারতীয়দের চিন্তা এলিয়েনদের নিয়ে!

পাকিস্তান বা চীন নয়, ভারতীয়দের চিন্তা এলিয়েনদের নিয়ে!

আন্তর্জাতিক ডেস্ক : আতঙ্কের মধ্যে এখন বাস করছেন ভারতীয়রা। ভারতের চারিপাশে শুধু যে একটাই শব্দ- আতঙ্ক। সীমান্তে জঙ্গি-হামলা নিয়ে আতঙ্ক, চীনা কারিগরি নিয়ে আতঙ্ক, মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা আদৌও পাবে কিনা- সেই নিয়ে আতঙ্কগ্রস্থ গোটা ভারত। এতেই শেষ নয়, সম্প্রতি ভারতীয়দের মধ্যে আরো অদ্ভূত আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে। দেশে যদি ভিনগ্রহের মানুষের আক্রমণ হয়? সেই ভয়েই কাঁপছে সারা দেশ!

তবে এই সব আজগুবি কে পাত্তা দিচ্ছেন না কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু। তার একটা টুইটেই তোলপাড় হয়ে গিয়েছে গোটা ভারত। ট্যুইটটা সাধারণ, হাস্যকরও বটে। কিন্তু এই ট্যুইট নিয়েই নানা প্রশ্ন জাগছে আম-ভারতীয়দের মধ্যে। তথ্যের অধিকার সকলের রয়েছে। তাই নিজের মনের মধ্যে ঘুরপাক করা প্রশ্ন করেই ফেললেন মুম্বাইয়ের বাসিন্দা অজয় কুমার।

তার প্রশ্ন হল, 'দেশে ভিনগ্রহী, জম্বিদের আক্রমণ হয়, তাহলে সেই ক্ষমতাশালীদের রুখতে কোনো ব্যবস্থা কি নেয়া হয়েছে। এই প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে কি কিছু জানাতে পারবে। তাদের থেকে দেশবাসীকে রক্ষা করতে কোনো পরিকল্পনা বা সুরক্ষিত জায়গা বেছে রাখা হয়েছে। তাদের মোকাবিলার জন্য আমাদের কী করণীয়। সরকার কি তাদের পরাজয় করার মতো ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা কি উইল স্মিথ ছাড়াই এ কাজটা করতে পারব।'

উল্লেখ্য, 'মেন ইন ব্ল্যাকে'র নায়ক তথা বলিউডের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা উইল স্মিথ।

অজয় কুমারের এই অদ্ভূত প্রশ্নের জবাব এক লাইনেই শেষ করেছেন মন্ত্রীমশাই। 'বিষয়টি সত্যিই বিজ্ঞানভিত্তিক। কিন্তু এমন আজব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে তো সরকারি কর্মচারীদের অতি মূল্যবান সময় অপচয় করা হবে।'

কিছু মানুষের হাতে অফুরন্ত সময় রয়েছে।-টাইমস অফ ইন্ডিয়া
২১ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে