বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:৪৭:২৩

নতুন প্রজন্মের গ্রেনেড তৈরি করল মার্কিন সেনাবাহিনী

নতুন প্রজন্মের গ্রেনেড তৈরি করল মার্কিন সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক : নতুন প্রজন্মের ‘দ্বিমুখী’ গ্রেনেড তৈরি করেছে মার্কিন সেনাবাহিনী। নতুন এই গ্রেনেডটি দিয়ে পরিস্থিতির উপর নির্ভর করে সৈন্যরা বিস্ফোরণের পরিধি নির্ধারণ করতে পারবেন।

'এনহ্যান্সড ট্যাকটিক্যাল মাল্টি-পারপাস' (ইটি-এমপি) নামের দ্বিমুখী এই গ্রেনেডটিতে একটি সুইচের মাধ্যমে দুইটি মোড চালু করা যাবে। একটি মোডে প্রাণঘাতী বিস্ফোরক চালু করা হবে এবং অন্যটি শুধু বিস্ফোরণের আলোড়ন সৃষ্টি করবে। যার ফলে পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে ক্ষতির পরিমাণ অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারবেন সৈন্যরা, জানিয়েছে বিবিসি।

‘পিকাটিনি আরসেনাল’ নামের একটি প্রতিষ্ঠান এই গ্রেনেড তৈরি করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয় ৪০ বছর পর এটিই প্রথম নতুন ধরনের গ্রেনেড।

গ্রেনেডটির আরেকটি বিশেষত্ব হল এটি ডান এবং বাম দুইহাত দিয়েই ছোঁড়া যাবে। বর্তমানে যে গ্রেনেড ব্যবহার করা হয়ে থাকে সেগুলো বাম হাত দিয়ে ছুঁড়তে আলাদা ট্রেইনিং প্রয়োজন হয়। এ ছাড়াও গ্রেনেডটির ইলেক্ট্রনিক ডিভাইসের মাধ্যমে এর বিস্ফোরণের সময় মিলিসেকেন্ডে নামিয়ে আনা সম্ভব বলেও জানানো হয়।

এদিকে নতুন এই গ্রেনেডটিকে বৈপ্লবিক কোনো পরিবর্তন হিসেবে দেখছেন না অনেক বিশেষজ্ঞ। এ বিষয়ে রয়াল ইউনাইটেড সার্ভিস ইন্সটিটিউট-এর সামরিক বিজ্ঞান গবেষক জাস্টিন ব্রঙ্ক বলেন, বাঁহাতি সেনাসদস্যদের গ্রেনেড ছুঁড়তে কিছুটা ভিন্ন ট্রেইনিং প্রয়োজন। তবে, সেটি খুব বেশি কঠিন নয়। নতুন এই গ্রেনেডটি হয়তো গ্রেনেড হাত থেকে পড়ে যাওয়ার ঝুঁকি কিছুটা কমায় কিন্তু সেগুলো ব্যবহার করা খুব জটিল নয়।

মার্কিন সেনাবাহিনীর আর্মামেন্ট রিসার্চ, ডেভেলপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের জেসিকা পারসিবেলি বলেন, সৈন্যদের বিভিন্ন ধরনের গ্রেনেড বহন করার প্রয়োজন নেই। নতুন মাল্টি-পারপাজ গ্রেনেড দিয়ে তারা প্রাণঘাতী বিস্ফোরক এবং আলোড়ন যেকোনো একটি বাছাই করতে পারবেন। -বিডিনিউজ
২২ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে