আন্তর্জাতিক ডেস্ক: রাষ্ট্রসংঘে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বক্তব্যের তীব্র নিন্দা করল ভারত। বুধবার রাষ্ট্রসংঘের বক্তৃতায় শুধুমাত্র কাশ্মীরের পরিস্থিতি নিয়েই কথা বলেননি শরিফ, একইসঙ্গে হিজবুল জঙ্গি বুরহান ওয়ানিকে বিপ্লবী নেতা হিসেবেও উল্লেখ করেছেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভারতের বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী এমজে আকবর বলেন, ‘একটা স্বাধীন দেশের নেতা একজন স্বঘোষিত জঙ্গির এইভাবে প্রশংসা করছে, এটা দেখে বাক লাগছে। এটা পাকিস্তানের নিজেদের দোষারোপ করা ছাড়া আর কিছুই নয়।’
ভারতের সঙ্গে শান্তি আলোচনায় পাকিস্তান বারবার আহ্বান জানিয়েছে, এমনটাই বলেছেন শরিফ। আর সেই প্রসঙ্গে আকবর বলেন, ‘হাতে বন্দুক ধরে আলোচনা চাইলে হয় না। আলোচনা আর বন্দুক একসঙ্গে থাকতে পারে না।’ অন্যদিকে, পাক প্রধানমন্ত্রীর বক্তব্যের কিছুক্ষণের মধ্যেই ট্যুইট করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ। তিনি উল্লেখ করেন, কিভাবে নওয়াজ শরিফ উরি হামলার বিষয়টা সম্পূর্ণভাবে এড়িয়ে গিয়েছে।
শরিফ বলেন, পাকিস্তান ভারতের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত ছিল। কিন্তু ভারত পাকিস্তানকে অসম্ভব সব শর্ত দিয়েছে। পাকিস্তানের ভারতের সঙ্গে শান্তির সম্পর্ক চায় বলেই উল্লেখ করেছেন তিনি। ২০ মিনিটের বক্তব্যে ভারত আর কাশ্মীর নিয়েই বেশির ভাগ সময় কথা বলেন।-কলকাতা২৪
২২ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর