বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:৫১:৫৯

ভূমধ্যসাগরে নৌকাডুবি, মৃতের সংখ্যা বেড়ে ৪৩

ভূমধ্যসাগরে নৌকাডুবি, মৃতের সংখ্যা বেড়ে ৪৩

আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগরের মিশর উপকূলের কাছে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৩-এ দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ পর্যন্ত ১৫৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

বুধবার মিশরীয়, সিরীয় ও আফ্রিকার ৬০০ জন শরণার্থীকে নিয়ে বেআইনিভাবে নৌকাটি ভূমধ্যসাগর দিয়ে ইতালির দিকে যাত্রা শুরু করে। পরে বন্দর শহর রোসেটার কাছে কাফর-আল-শেখ উপকূলে এসে নৌকাটি ডুবে যায়।

বেআইনিভাবে ইউরোপে প্রবেশ করার জন্য প্রায়ই জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথ বেছে নিয়েছিল শরনার্থীরা। গত জুনে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অন্তত ৩২০ জন প্রাণ হারায়। চলতি বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত সমুদ্রপথে ইউরোপ পৌঁছাতে গিয়ে ২,৮০০-র বেশি শরণার্থী প্রাণ হারিয়েছেন।

নিরাপত্তা কর্মীরা ধারণা করছেন, অতিরিক্ত যাত্রী বহন করার কারণে এ নৌকাটি ডুবে গেছে। মিশরের প্রধানমন্ত্রী শরীফ ইসমাইল এ ঘটনায় দায়ীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। -আল জাজিরা
২২ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে