বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:৫৩:৪২

‘পরমাণু কার্যক্রম বন্ধ হবে না’ স্পষ্ট জবাব পাকিস্তানের

‘পরমাণু কার্যক্রম বন্ধ হবে না’ স্পষ্ট জবাব পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পরমানু কার্যক্রম বন্ধ হওয়ার আগে কোনোমতেই পাকিস্তানে পরমাণু কার্যক্রম বন্ধ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন রাষ্ট্রসঙ্ঘে স্থায়ী পাকিস্তান প্রতিনিধি মালিহা লোধি।

বুধবার নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

এক বৈঠকে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে পরমাণু কর্মসূচীর উপর নিয়ন্ত্রণ আনার জন্য আবেদন জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। লোধি জানিয়েছেন, এর উত্তরে শরিফ বলেছেন পাকিস্তানের কাছ থেক যা আশা করা হচ্ছে ভারতকেও তাই করতে হবে।

লোধি আরো বলেন, ‘ভারতের পরমাণু কার্যক্রম বন্ধ করতে বলতে হবে সবার আগে।’ পাকিস্তানের পররাষ্ট্র সচিব সরতাজ আজিজও এদিন লোধির সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। তিনি বলেন, পাকিস্তান যেভাবে সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, তা আর কেউ নেয়নি। এদিন জাতিসঙ্ঘে বক্তব্য রাখবেন নওয়াজ শরিফ। তার আগেই পাকিস্তানের পক্ষ থেকে এই বার্তা দেয়া হলো। এই সপ্তাহেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজও বক্তব্য রাখবেন জাতিসঙ্ঘে। সেখানেই স্বাভাবিকভাবেই প্রাধান্য পাবে উরি হামলা। আর শরিফের বক্তব্য উঠে আসবে অশান্ত কাশ্মীর।-
২২ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে