 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক: জম্মু ও কাশ্মিরে ভারতীয় বাহিনীর নৃশংসতা বন্ধে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। নিউ ইয়র্কে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এবং মার্কিন পররাষ্ট্র সচিব জন কেরির সাথে পৃথক বৈঠকে সোমবার তিনি এ দাবি জানান।
জন কেরির সাথে বৈঠকে কাশ্মির সমস্যার শান্তিপূর্ণ সমাধানে ওবামা প্রশাসনকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। একই সাথে কাশ্মিরে মানবাধিকার লঙ্ঘনের প্রসঙ্গ তুলে ধরে নওয়াজ শরিফ বলেন, ‘কাশ্মিরে সহিংসতায় এ পর্যন্ত ১২৭ জন মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শত শত মানুষ। এ সময় সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে সংগ্রামে পাকিস্তানের প্রচেষ্টার প্রশংসা করেন জন কেরি। বৈঠকে পাক প্রধানমন্ত্রীর বিদেশ বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ ছাড়াও ছিলেন রাষ্ট্রসঙ্ঘে নিযুক্ত পাকিস্তানের দূত মালিহা লোধি।’
মঙ্গলবার জাতিসংঘে ৭১তম সাধারণ অধিবেশনে অভিবাসী এবং উদ্বাস্তু নিয়ে বক্তব্য রাখেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
এ দিকে পরমাণু অস্ত্র তৈরি বন্ধ করা হবে না বলে মার্কিন যুক্তরাষ্ট্রকে স্পষ্ট জানিয়ে দিয়েছে পাকিস্তান। নিউ ইয়র্কে সাংবাদিক সম্মেলনে জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মালিহা লোধি বলেন, ‘পাকিস্তানের পরমাণু প্রকল্প বন্ধ করা যাবে না।’ ভারতে সীমান্ত সন্ত্রাস ইস্যুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সাথে বৈঠক হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের। বৈঠকে পাকিস্তানকে পরমাণু প্রকল্প নিয়ন্ত্রণ করতে বলেন কেরি। এ সময় জন কেরিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘পাকিস্তানকে যেটা করতে বলছেন, তা ভারতকেও করতে বলুন। ভারত পরমাণু প্রকল্প আগে বন্ধ করুক।’ জন কেরির কাছে তিনি অভিযোগ করেন, ‘পাকিস্তানে নানা সহিংসতায় উসকানি দিচ্ছে ভারত।’
২২ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর