 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলায় অর্থনৈতিক সংকটের কারণে বিক্ষুব্ধ বাস চালকেরা এক অভিনব কর্মসূচি শুরু করেছে। মজুরি বৃদ্ধি এবং সংঘবদ্ধ অপরাধীদের হাত থেকে সরকারের কাছে নিরাপত্তা চেয়ে প্রতিদিন আট ঘণ্টা করে রাস্তার ওপর নিজেদের বাস দাঁড় করিয়ে রেখে পরিবহন ব্যবস্থাকে কার্যত অচল করে দিয়েছে তারা।
কয়েকশ বাস চালক বেতন বৃদ্ধি ও সহিংসতা থেকে তাদেরকে রক্ষার দাবি জানিয়ে আসছেন। তাদের অনেকের দাবি, বাস রক্ষণাবেক্ষণের জন্য তাদের আরও অনেক অর্থের প্রয়োজন। তাই বাধ্য হয়েই তারা এ পথে নেমেছেন।
সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলা নিত্য প্রয়োজনীয় জিনিসের সংকটে রয়েছে। তার মধ্যে খাবার ও ওষুধের মত মৌলিক পণ্য রয়েছে। বাস চালকদের একজন মুখপাত্র বলছেন যদি সরকার তাদের অভিযোগ গুলোর দিকে নজর না দেয় তাহলে এই প্রতিবাদ তারা অব্যাহত রাখবে। -বিবিসি
২২ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম