স্পোর্টস ডেস্ক: হাত গুটিয়ে বসে নেই ভারতীয় সেনারা৷ জঙ্গীদের বিরুদ্ধে পাল্টা আক্রমন চালিয়েছে তারাও। সূত্রের খবর, এরই মধ্যেই কাশ্মীর সীমান্তে ২০ জন জঙ্গিকে খতম করে দিয়েছে ভারতীয় সেনা৷
উরি হামলার জবাব দিতে আগেই সীমান্ত পেরিয়ে হামলা করতে চেয়েছিল ভারতীয় সেনা৷ শোনা গিয়েছিল ভারত সরকার নাকি ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিতে চায়৷ সেই সময়ই প্রশ্ন উঠেছিল, ভারতের সহ্য ক্ষমতার সুযোগ নিচ্ছে না তো পাকিস্তান? সেই প্রশ্নের উত্তর এদিন মিলেছে বেসরকারি সংবাদ সংস্থা সূত্রের একটি খবরে৷
শোনা গিয়েছে, ভারতীয় সেনার দুটি বিশেষ ইউনিট কপ্টারে করে সীমান্ত পেরিয়ে স্পেশাল কোভার্ট অপারেশন চালিয়েছে৷ গত মঙ্গল ও বুধবার এই বিশেষ ‘মিলিটারি অপারেশন‘ চালানো হয়েছে বলেই সেনা সূত্রে জানা গিয়েছে৷ প্রতিটি ইউনিটে ১৮-২০ জন প্রশিক্ষিত প্যারা কম্যান্ডো ছিলেন৷ যাঁরা পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছেন৷ হামলায় ২০ জন জঙ্গির মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে৷
২২ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর