বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬, ০৪:২৭:২৫

ইরাকে মার্কিন বাহিনীর ওপর আইএসের রাসায়নিক হামলা!

ইরাকে মার্কিন বাহিনীর ওপর আইএসের রাসায়নিক হামলা!

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিতে আইএসের 'রাসায়নিক রকেট হামলা’ চালানোর অভিযোগ উঠেছে। মার্কিন বাহিনী বলছে, ইরাকের মসুলে তাদের কায়ারাহ বিমানঘাঁটির কয়েকশ গজের মধ্যে একটি রকেট অবতরণ করেছে। এতে মাস্টার্ড এজেন্ট (সালফার ও অন্য বিষাক্ত রাসায়নিক পদার্থ)-এর উপস্থিতি ছিল। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

মসুলে কায়ারাহ বিমানঘাঁটিতে অবস্থান করছেন কয়েকশ মার্কিন সেনা। তবে মঙ্গলবারের হামলায় কেউ হতাহত হয়নি।

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন-এর এক বিবৃতিতে বলা হয়েছে, ইরাকের স্থানীয় সময় ২০ সেপ্টেম্বর মধ্য বিকালে মার্কিন বিমানঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে এতে মার্কিন সেনাদের ওপর কোনও প্রভাব পড়েনি। এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় আমাদের সেনাদের পর্যাপ্ত প্রশিক্ষণ ও উপকরণ রয়েছে।

একজন কর্মকর্তা জানিয়েছেন, শেলটিতে উপস্থিত রাসায়নিক উপাদান ছিল ‘কম বিশুদ্ধ’ এবং তা ‘অত্যন্ত বাজেভাবে’ শেলটি তৈরিতে ব্যবহৃত হয়েছে।

উল্লেখ্য, মাস্টার্ড গ্যাসের প্রভাবে মানুষের প্রাণহানি পর্যন্ত হতে পারে। যথেষ্ট পরিমাণ গ্যাসে বিকলাঙ্গ বা ক্ষতিকর ত্বক, চোখ ও শ্বাসনালীর প্রদাহ হয়।

২০১৪ সালের জুন মাস থেকে ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরী মসুল আইএস-এর দখলে রয়েছে। ওই বছরের আগস্ট থেকে আইএসের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোট। মঙ্গলবারের ওই হামলা যদি সত্যিই 'রাসায়নিক রকেট হামলা’ হয় তবে ইরাকে অবস্থানরত জোট বাহিনীর ওপর এটাই হবে এ ধরনের প্রথম হামলা।  বিবিসি।

২২ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/ইসলাম/নাঈম/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে