আন্তর্জাতিক ডেস্ক : শ্বশুর বাড়ি থেকে বিয়েতে পণ হিসেবে অত্যাধুনিক বন্দুক ও বিস্ফোরক ভর্তি বেল্ট নিতে শুরু করেছে আইএস জঙ্গিরা৷ এমনই নয়া পদ্ধতির দেখা মিলেছে লিবিয়াতে ঘাঁটি গেড়ে থাকা আইএস জঙ্গিদের মধ্যে৷ সম্প্রতি নিজেদের ফেসবুক পেজে এমনই একটি বিয়ের প্রস্তাব দিয়ে বিজ্ঞাপনও দেয় আইএস৷ খবর কলকাতা২৪।
আর এমনই একটি ঘটনা ঘটেছিল ২০১৫ সালে বিয়ে করা আবু মনসুর ও মিরিয়মের সঙ্গে৷ সেই বিয়ের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ইসলামিক নিয়ম মেনে বিয়েতে কন্যার পক্ষ থেকে আবু মনসোরকে পণ হিসেবে দিতে হয়েছে একটি অত্যাধুনিক কালাশনিকভ ও বিস্ফোরক ভর্তি বেল্ট৷ ২০১৫ সালের জুন মাসে লিবিয়ার সিরাটের দখল নেয় আইএস জিহাদিরা৷ প্রতিদিন চারবেলা তারা রাস্তায় টহল দিত৷ নজর রাখা হত সঠিক সময়ে মানুষরা নামাজ পড়ছেন কিনা৷
২২ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই