 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বাজারে জিও কোম্পানি আসার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গিয়েছে প্রতিযোগিতা। রিলায়েন্সকে টক্কর দিতে এবার আকর্ষণীয় অফার আনল বিএসএনএল। আজীবন ফ্রি ভয়েস কলের সুবিধা আনতে চলেছে এই টেলিকম সংস্থা।
বিএসএনএলের এক কর্মকর্তা একথা ঘোষণা করেছেন। বিএসএনএলের এই পরিষেবা ফোর জি ছাড়াও টুজি এবং থ্রিজি ব্যবহারকারীরাও উপভোগ করতে পারবেন এই অফার। কারণ, এখন পর্যন্ত টেলিকম বাজারে বেশিরভাগ ব্যবহারকারীই টুজি এবং থ্রিজি পরিষেবা ব্যবহার করেন। অন্যদিকে, রিলায়েন্স জিও-র ফ্রি ভয়েস কলের সুবিধা এখনো একমাত্র ফোর জি ব্যবহারকারীরাই ব্যবহার করতে পারছে।
এদিকে রিলায়েন্স জিও-র ট্যারিফ পরিষেবাকে টক্কর দিতে, বিএসএনএল আগামী জানুয়ারি মাস থেকে সারা জীবনের জন্যে ফ্রি ভয়েস প্ল্যানের সুবিধা দিতে চলেছে তাদের পরিষেবা ব্যবহারকারীদের। আগামী জানুয়ারি থেকে জিরো ভয়েস ট্যারিফ পরিষেবা দেয়া হবে বিএসএনএল ব্যবহারকারীদের। এদিকে জিও-র ভয়েস ট্যারিফ প্যাকেজ শুরু হচ্ছে ১৪৯ টাকা থেকে।
এই পরিষেবাগুলো বিএসএনএল-এর মোবাইল পরিষেবা ব্যবহারকারী, যাদের বাড়িতে বিএসএনএল-এর ব্রডব্যান্ড কানেকশন আছে, শুধুমাত্র তারাই উপভোগ করতে পারবেন।
২২ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই
 
  
                             
                                    
                 
  
                             
                                    
                 
  
                             
                                    
                 
  
                             
                                    
                