আন্তর্জাতিক ডেস্ক : যে কোনও সময় হামলা করতে পারে ভারতীয় সেনা। তাই সবরকম পরিস্থিতির জন্য তৈরি থাকতেই বিশেষ মহড়া শুরু করল পাক বায়ুসেনা বাহিনী। এমনটাই দাবি পাক সংবাদমাধ্যমের। অধিকৃত কাশ্মীরে চলছে পাকিস্তানের বিশেষ মহড়া অপারেশন ‘হাইমার্ক’। সেই মহড়ার অংশ হিসেবে হাইওয়েতে নামছে যুদ্ধবিমান। এই মহড়ার পরিকল্পনা নাকি আগে থেকেই ছিল বলে দাবি পাক সেনার।
পাক এয়ারফোর্সের এক মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার M1 মোটরওয়েতে নামে F-7 মাইরেজ জেট। আর এটা ‘হাইমার্ক’ নামে বায়ুসেনার বিশেষ মহড়ারই অংশ। সাধারণত পাঁচ বছর অন্তর হয় এই বিশেষ মহড়া। আগামী ২৪ সেপ্টেম্বর এই মহড়া শেষ হবে বলে জানা গিয়েছে। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস ও অন্যান্য পাক বিমান সংস্থা প্রায় দু’ডজন বিমান বাতিল করে দিয়েছে ওই এলাকায়। পাক সেনাবাহিনীর দাবি সত্ত্বেও এই মহড়াকে ঘিরে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। পাকিস্তানের প্রথম সারির সংবাদপত্র ‘দ্য ডন’-এ বলা হয়েছে যে, সম্ভবত এই মহড়া ভারতীয় সেনাবাহিনীকে প্রত্যাঘাত করার প্রস্তুতি।
উরি হামলার পর ঠিক যে সময় দুই দেশের মধ্যে অশান্তি চরম পর্যায়ে পৌঁছেছে, সেইসময়ই এই মহড়া। ‘দ্য ডন’ জানিয়েছে পাক সেনার মিডিয়া উইং Inter-Services Public Relations কিংবা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের মুখপাত্ররা কেউই এই বিষয়ে মুখ খুলছে না। আর সেটাই এই গুজবকে আরও খানিকটা উস্কে দিচ্ছে। তবে ওই সংবাদপত্রে আরও বলা হয়েছে যে এক উচ্চপদস্থ সেনা অফিসার একথা স্বীকার করেছেন যে ভারতীয় সেনার হামলার একটা আশঙ্কা রয়েছে, আর তার জন্য চূড়ান্ত নজরদারি চলছে সীমান্ত জুড়ে। কলকাতা২৪
২২ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/ইসলাম/নাঈম/