আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উরিতে হামলার পরে দ্বিতীয় দফার অনুপ্রবেশ রুখতে আগেই হামলা চালিয়েছে ভারতীয় সেনারা। হত্যা করা হয় ১০ জঙ্গিকে। এবার সীমানার ওপারে প্রত্যাঘাতের খবর পাওয়া গেছে।
জাতিসংঘের অধিবেশনে যখন ভারতের প্রতিনিধি পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যের কড়া জবাব দিচ্ছেন তখনই সীমান্তে জঙ্গি ঘাঁটিতে প্রত্যাঘাত হেনেছে ভারত। সেনাবাহিনীর গুলিতে কমপক্ষে ২০ জন জঙ্গির মৃত্যু হয়েছে। ধ্বংস হয়েছে তিনটি জঙ্গি ঘাঁটি। এমনই খবর দাবি করেছে ইংরেজি নিউজ ওয়েবসাইট ‘দা কুইন্ট।’
খবরে দাবি করা হয়েছে, ১৮ থেকে ২০ জন জওয়ানের দু’টি দল পাকিস্তান অধিকৃত কাশ্মীরে এদিন হামলা চালায়।
২২ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই