আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষিত ৩৬ টি ফ্রেঞ্চ রাফাল বিমান কেনার চুক্তি ফ্রান্সের সঙ্গে স্বাক্ষর করতে চলেছে ভারত৷ এই প্রায় ৭.৮৭ বিলিয়ন ইউরোর চুক্তি স্বাক্ষর করতে ভারতে খোদ আসছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী৷ সূত্রের খবর, এই চুক্তির পরে মেটায়ার নামের বিশ্বের সবচেয়ে উন্নত এয়ার-টু-এয়ার মিসাইল হাতে আসতে চলেছে ভারতের৷ যা ভারতকে অনেকাংশে এগিয়ে দেবে চীনের মতো সামরিক শক্তিধর রাষ্ট্রের চেয়েও৷
নূ্ন্যতম ১০০ কিমি দূরে থাকা শত্রুর গায়ে অাঘাত হানতে সক্ষম মেটায়ার৷ বিশেষজ্ঞদের মতে এই ধরনের মিসাইল দক্ষিণ এশিয়ায় এখনো পর্যন্ত চীন কিংবা পাকিস্তানের হাতেও নেই৷ ফলে এই মিসাইল বদলে দিতে পারে ভারতের তথাকথিত সামরিক অস্ত্রাগারের খোলনলচে৷ ভারতের হাতে আসতে চলা মেটায়ার মিসাইল ছাড়া বিশ্বে রয়েছে আর মাত্র একটি এয়ার-টু-এয়ার মিসাইল এআইএম-১২০ডি৷ যা আমেরিকার বিমানবাহিনীর অন্যতম অস্ত্র৷
ইউরোপের বিজ্ঞানীরা জানিয়েছেন, এই উন্নত মেটায়ার মিসালে নেই কোনো এসকেপ জোন৷ তাই কোনো লক্ষ্য বস্তু তার অাঘাত থেকে বাঁচতে পারবে না৷
২২ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই