বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬, ০৭:৩১:০৪

ভারতকে ঠেকাতে সবকিছু করবে পাকিস্তান : নওয়াজ শরীফ

ভারতকে ঠেকাতে সবকিছু করবে পাকিস্তান : নওয়াজ শরীফ

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর নিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হবার আশঙ্কাকে বিশ্ব নেতারা উপেক্ষা করছেন বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।

জাতিসংঘের সাধারণ পরিষদে তিনি অভিযোগ করেছেন, ভারত বিপুল অস্ত্রভান্ডার গড়ে তুলছে। সেক্ষেত্রে আক্রান্ত হবার ঝুঁকি ঠেকাতে প্রয়োজনীয় সবকিছু করবে পাকিস্তান।

দুই চির-বৈরী দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে গত সপ্তাহের জঙ্গি হামলায় ১৮ জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর।  ভারত এর পাল্টা ব্যবস্থা হিসেবে পাকিস্তানে হামলা চালাতে পারে।

এমন জল্পনা চলছে পাকিস্তানের গণমাধ্যমে।  এ আশঙ্কা থেকে পাকিস্তান কর্তৃপক্ষ দেশটির উত্তরাঞ্চলের আকাশসীমা বন্ধ করে দিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।

এমন এক প্রেক্ষাপটে নিউইয়র্কে চলা জাতিসংঘের সাধারণ পরিষদে তিনি এসব কথা বললেন।

নওয়াজ শরীফ বলেছেন, পাকিস্তান ওই এলাকায় কৌশলগত স্থিতিবস্থা আনতে প্রতিশ্রুতিবদ্ধ ছিল। পাকিস্তান ভারতের সাথে অস্ত্র প্রতিযোগিতা চায় না বলেও উল্লেখ করেন তিনি। আলোচনায় বসার মত অগ্রহণযোগ্য শর্ত নিয়ে আসছে ভারত।  তথ্যসূত্র : বিবিসি
২২সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে