বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬, ০৮:৩১:১৯

আমেরিকা-জাপানের কড়া নজরদারি পাকিস্তানের পরমাণু অস্ত্রভাণ্ডারে

আমেরিকা-জাপানের কড়া নজরদারি পাকিস্তানের পরমাণু অস্ত্রভাণ্ডারে

আন্তর্জাতিক ডেস্ক : উরি হামলার পর এবার পাকিস্তানের পরমাণু কার্যক্রম নিয়ে চাপ বাড়াচ্ছে আমেরিকা ও জাপান। ভারত-পাক অশান্তির মাঝে পাকিস্তান যাতে তাদের পরমাণু কার্যক্রমে নিয়ন্ত্রণ আনে, তার জন্য আবেদন করেছে ওয়াশিংটন। পাকিস্তানকে তাদের পরমাণু অস্ত্রভাণ্ডার সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন। জঙ্গি কার্যকলাপে মদত দেয়ায়, পাকিস্তানের সঙ্গে সার্ক অন্তর্ভুক্ত অন্য দেশগুলোর সঙ্গেও সম্পর্কের অবনতি হয়েছে।

সূত্রের খবর, মার্কিন পররাষ্ট্র সচিব জন কেরি পাকিস্তানকে তাদের পরমাণু কার্যকলাপের ওপর রাশ টানার নির্দেশ দিয়েছে। তবে তার পরিপ্রেক্ষিতে পাকিস্তান পাল্টা দাবি জানিয়েছে যে, ভারতের উপরও একইরকমের নিষেধাজ্ঞা জারি হোক। জাতিসংঘে পাকিস্তানের প্রতিনিধি মালিহা লোধি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, পাকিস্তান তাদের পরমাণু কর্মসূচীতে রাশ টানতে পারবে না। আগে আন্তর্জাতিক মহলকে ভারতকে পরমাণু কার্যকলাপ বন্ধের নির্দেশ দিতে হবে, তবে ভেবে দেখবে পাকিস্তান সরকার। জাতিসংঘে পাকিস্তানের সাংবাদ সম্মেলন থেকেও বাইরে রাখা হয়েছিল ভারতীয় সাংবাদিকদের।

তবে এসবের আগেই পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করতে বিল পেশ হয়েছে মার্কিন কংগ্রেসে। মার্কিন কংগ্রেসের প্রতিনিধি টেড পো এক বিবৃতি দিয়ে বলেছেন, এখন সময় এসেছে পাকিস্তানকে জবাব দেয়ার। সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে পাকিস্তান। সেই প্রেক্ষিতেই পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে চিহ্নিত করার সময় এসে গিয়েছে বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে মার্কিন পররাষ্ট্র সচিব জন কেরি বলেন, পাকিস্তানের মাটি জঙ্গিরা স্বর্গরাজ্য হিসাবে ব্যাবহার করছে৷ অবিলম্বে তা বন্ধ করার ব্যবস্থা করুন৷
২২ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে