আন্তর্জাতিক ডেস্ক : ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় এক মহিলা সহ তিনজনকে সন্দেহ জনকে আটক করল পুলিশ। বালুরঘাট থানার পুলিশ বাংলাদেশ সীমান্ত ঘেঁষা আলিপুর গ্রাম থেকে তাদের আটক করেছে। তাদের কাছ থেকে দশটি চায়না মোবাইল সেট উদ্ধার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে আলিপুরে বাজার এলাকায় তিনজনকে ঘোরাঘুরি করতে দেখলে সন্দেহ হয়। স্থানীয়রাই থানায় খবর দিলে পুলিশ আলিপুর বাজারে পৌঁছে তাদের থানায় নিয়ে যায়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে তেমন কিছু না পাওয়া গেলেও দশটি চায়নার তৈরি মোবাইল উদ্ধার হয়েছে।
জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, তাদের বাড়ি মহারাষ্ট্রর বুলডাঙা জেলার সংগ্রাম থানা এলাকায়। দিলীপ চৌহান প্রমীলা চৌহান ও অমল আজবর মহিত তাদের নাম। মুম্বাইয়ের ফুটপাথ থেকে মোবাইল সেট গুলি পাঁচশ টাকা করে কিনেছে। সামান্য কিছু টাকায় সেগুলি বিক্রি করে বেড়াচ্ছিল বলে পুলিশকে জানিয়েছে।-কলকাতা২৪
২২ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই