আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে মার্কিন সেনাদের ওপর প্রথমবার রাসায়নিক অস্ত্রের হামলা চালাল আইএস জঙ্গিরা। মার্কিন সেনাবাহিনীর দাবি, ইরাকের মসুলের পার্শ্ববর্তী কায়ারা সেনা ক্যাম্পে মাস্টার্ড গ্যাসবাহী রকেট দিয়ে এই হামলা চালানো হয়েছে।
তবে মঙ্গলবারের এ হামলায় কেউ গুরুতর আহত হয়নি বলে জানা গিয়েছে। ওই সেনা ক্যাম্পে কয়েকশ’ মার্কিন সেনা অবস্থান করছেন। ওইদিন স্থানীয় সময় দুপুরে দিকে এই হামলার ঘটনা ঘটে। একটি রকেট লঞ্চার ছোড়ার পর তা থেকে নির্গত গ্যাসে মাস্টার্ড গ্যাসের উপাদান পাওয়া গিয়েছে বলে দাবি করেছে পেন্টাগন।
পেন্টাগনের বিবৃতিতে আরো বলা হয়, এই হামলায় মিশনে অংশগ্রহণকারীদের ওপর কোনো প্রভাব পড়েনি। এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় আমাদের সেনাদের পর্যাপ্ত প্রশিক্ষণ ও উপকরণ রয়েছে।
মাস্টার্ড গ্যাসের প্রভাবে মানুষ মারা যেতে পারে। যথেষ্ট পরিমাণ গ্যাসে বিকলাঙ্গ বা ক্ষতিকর ত্বক, চোখ ও শ্বাসনালীর প্রদাহ হয়। এর আগে কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে রাসায়নিক হামলার ২০টির মতো ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে।
২২ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই