আন্তর্জাতিক ডেস্ক : শিল্পপতি মুকেশ অম্বানি ফের ভারতের সবচেয়ে ধনী ব্যক্তির শিরোপা জিতে নিলেন। এই নিয়ে গত ন’বছর ধরে ধনী ব্যক্তির শীর্ষ স্থানটি ধরে রেখেছেন মুকেশ। ফোর্বস ম্যাগাজিনে ভারতে ধনী ব্যক্তিদের প্রকাশিত তালিকায় প্রথমে রয়েছেন মুকেশ অম্বানি, তার মোট সম্পত্তির পরিমাণ ২২.৭ বিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে রয়েছেন সান ফার্মার দিলীপ সাংভি, তার মোট সম্পত্তির পরিমাণ ১৬.৯ বিলিয়ন ডলার।
ফোর্বস ম্যাগাজিনের প্রকাশিত বার্ষিক তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে হিন্দুজা গোষ্ঠী। এদিকে একটি স্থান পিছিয়ে গিয়ে চতুর্থ হয়েছেন উইপ্রোর আজিম প্রেমজি। তার মোট সম্পত্তির পরিমাণ ১৫ বিলিয়ন ডলার।
তবে ফোর্বস-এর এই তালিকায় সবচেয়ে চমকপ্রদ প্রবেশ ঘটেছে পতাঞ্জলি আয়ুর্বেদ-এর। আচর্য বালকৃষ্ণ, যার সঙ্গে যোগগুরু রামদেবের ঘনিষ্ঠ সম্পর্কের কথা শোনা যায়, তিনি মোট ২.৫ বিলিয়ন ডলার সম্পত্তি নিয়ে এই তালিকায় ৪৮ তম স্থানে রয়েছেন।
ফোর্বস-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই বছর ভারতের ১০০জন ধনী ব্যক্তির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৫.৫ লক্ষ কোটি টাকা। ২০১৫ সালের থেকে যা প্রায় ১০ শতাংশ বেড়েছে।
মুকেশ অম্বানি ছাড়াও, ফোর্বস-এর তালিকায় রয়েছেন তার ছোট ভাই অনিল অম্বানিও। তিনি রয়েছেন ৩২তম স্থানে।
তবে ভারতের এই অর্থনৈতিক উন্নতি থেকে একটা বিষয় স্পষ্ট ব্রেক্সিট-এর কোনো প্রভাব পড়েনি ভারতীয় অর্থনীতির ওপর। ১০০ জনের তালিকায় থাকা সমস্ত ধনী ব্যক্তির সংস্থাই গতবছরের তুলনায় শেয়ার বাজারে ভাল পারফর্ম করেছে।-এবিপি আনন্দ
২২ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই