শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ০১:৪৯:৫৭

পাক-ভারত যুদ্ধের আবহে কেঁপে উঠলো চীন

পাক-ভারত যুদ্ধের আবহে কেঁপে উঠলো চীন

আন্তর্জাতিক ডেস্ক : ভারত-পাকিস্তান যখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ঠিক সেই সময়েই কেঁপে উঠল আরেক প্রতিবেশী দেশের ভূমি। বৃহস্পতিবার রাতের দিকে কম্পন অনুভূত হয় চীনে। চীনের গণমাধ্যম এই সংবাদ নিশ্চিত করেছে।

ওই দেশের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত সিচুয়ান এলাকায় অনুভূত হয় কম্পন। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.১। ভূমিকম্প গবেষক সংস্থা ইউএসজিএস সূত্রে জানা গিয়েছে, ভূপৃষ্ঠের ১৬ কিমি নিচে ছিল এদিনের ভূমিকম্পের উৎসস্থল। হতাহতের কোন খবর এখনো পাওয়া যায়নি।

এর আগে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় ভয়াবহ ভূমিকম্প সংগঠিত ৪ জানুয়ারি ১৯৭০ সালে। কমপক্ষে ১৫,৬২১ জন মানুষের মৃত্যু হয়। জানা যায় সেই ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৭.৫।

২৩ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে