শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ০২:১১:১৬

সেনাবাহিনীতে যোগদানের জন্য আবেদন ১২ হাজার কাশ্মীরি যুবকের

সেনাবাহিনীতে যোগদানের জন্য আবেদন ১২ হাজার কাশ্মীরি যুবকের

আন্তর্জাতিক ডেস্ক : অশান্ত কাশ্মীর। সপ্তাহের শুরুতেই জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ১৮ ভারতীয় সেনার। এরসঙ্গে চলছে বুরহান ওয়ানির মৃত্যু ঘিরে বিক্ষোভ। এরই মধ্যে সেনাবাহিনীতে নিয়োগের আবেদন করলো কাশ্মীরি যুবকরা।

ভারতের সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, সন্ত্রাসবাদী, বিচ্ছিন্নতাবাদীদের উপেক্ষা করে নিরাপত্তা বাহিনীতে যোগ দেওয়ার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন ১২০০০-এর বেশি কাশ্মীরি যুবক। তরুণ প্রজন্মের উদ্যম, প্রেরণা কোনও কিছুকেই স্তব্ধ করে দিতে পারেনি বিচ্ছিন্নতাবাদী মতাদর্শ।

তিনি বলেন, তাদের মধ্যে কর্তব্যবোধ, দেশাত্মবোধ পুরোমাত্রায় রয়েছে। সেইসঙ্গে রয়েছে চাকরি পাওয়ার তাগিদও। তারা নিজেরাও চায় উপত্যকায় শান্তি ফিরে আসুক। সপরিবারে স্বাভাবিক জীবনযাপন করুক। তিনি জানিয়েছেন, আবেদনকারীদের সমস্যায় পড়তে হবে না। উপত্যকায় ইন্টারনেট কানেকশন ঠিকমতো রয়েছে।

প্রসঙ্গত, বুরহান ওয়ানির মৃত্যুর ঘটনায় উত্তপ্ত কাশ্মীর। দেশটির নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে প্রায়শই চলছে পাথর-বৃষ্টি। বিচ্ছিন্নতাবাদী নেতাদের ডাকে হচ্ছে মিছিল। কিন্তু এ সব কিছুকে উপেক্ষা করে ভারতীয় সেনাবাহিনীতে যোগদানের জন্য আবেদন জানিয়েছে কাশ্মীরি যুবকরা। এদের মধ্যে সবথেকে বেশি যুবক বুদগাম, পুলওয়ামা, সোপিয়ান, অনন্তনাগ, কুলগামের বাসিন্দা। এই এলাকাগুলিতেই সবথেকে বেশি বিক্ষোভ, অশান্তির ঘটনা ঘটে। এবিপি

২৩ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে