শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ০২:৪৭:৪৫

পাকিস্তানের ওপর চরম আঘাত হানার সিদ্ধান্ত হয়েছে : ড. স্বামী

পাকিস্তানের ওপর চরম আঘাত হানার সিদ্ধান্ত হয়েছে : ড. স্বামী

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের ওপর চরম আঘাত হানার সিদ্ধান্ত নিয়েছে সরকার, এমনটাই জানিয়েছেন বিজেপির রাজ্যসভা সাংসদ ড. সুব্রহ্মন্যম স্বামী। একটি সংবাদ চ্যানেলকে ড. স্বামী বলেছেন, হ্যাঁ, পাকিস্তানের ওপর চরম আঘাত হানার সিদ্ধান্ত হয়েছে।

বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক সিদ্ধার্থনাথ সিংও দাবি করেছেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার পাকিস্তানের বিরুদ্ধে সামরিক বিকল্পের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য শোনার পর এবিষয়ে কোনও সন্দেহ থাকা উচিত নয়।

প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রিকর এর আগেই বলেছেন, প্রধানমন্ত্রী উরি হামলার যে জবাব দেওয়ার কথা বলেছেন, তা শুধু কথার কথা নয়।

উল্লেখ্য, কাশ্মীরের উরিতে জঙ্গি হামলার পর সারাদেশেই পাকিস্তানকে উচিত জবাব দেওয়ার দাবি জোরাল হয়েছে। ভারত সরকার ইতিমধ্যেই আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে বিচ্ছিন্ন করার নীতি নিয়েছে। এবিপি

২৩ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে