শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ০১:১৯:৩৭

ভারতের যুদ্ধের সাধ মিটিয়ে দেব: মাসুদ আযহার

ভারতের যুদ্ধের সাধ মিটিয়ে দেব: মাসুদ আযহার

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের মাটিতে পা রাখলে কাশ্মীর দখল করে ভারতের যুদ্ধের সাধ মিটিয়ে দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জৈশে মুহাম্মাদের প্রধান মাওলানা মাসুদ আযহার।

ভারতকে মোক্ষম জবাব দিতে তার দলের বিশ হাজার যোদ্ধা শহীদ হতে প্রস্তুত রয়েছে বলে হুশিয়ারি উচ্চারন করেছেন তিনি।

মাওলানা মাসুদ আযহার দেয়া সাক্ষাৎকারে বলেছেন, পাকিস্তানের অক্ষন্ডতা রক্ষায় ও কাশ্মীরি জনগনকে ভারতের কবল থেকে মুক্ত করতে প্রয়োজন পড়লে আমি নিজে যুদ্ধের ময়দানে নামব।ভারতের হুমকিকে আমরা পরোয়া করিনা।বরং ভারতের আগ্রাসন মোকবিলায় যুদ্ধের অপেক্ষায় আছি আমরা।

উল্লেখ্য, উরি হামলায় জৈশে মুহাম্মদকে  দায়ী করে আসছে ভারত।এই অবস্থায় আবারো ভারতে হামলার হুমকি দিলেন জৈশে মুহাম্মাদের প্রধান।পাকিস্তান জৈশে মুহাম্মাদ ওকে জঙ্গী দল হিসেবে গন্য করেনা এবং কিছু দিন পূর্বে জৈশে  মুহাম্মাদকে জঙ্গী তালিকা ভুক্ত করা প্রস্তাব ঠেকিয়ে দিয়েছিল চীন। -ডেইলি পাকিস্তান।
২৩ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে