আন্তর্জাতিক ডেস্ক : অনেকের কাছেই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসছে যে, সেনাবাহিনীর সুরক্ষায় প্রত্যেকদিন ১ টাকা করে দান করুন। এমন ধরনের নানা মেসেজ নানা সময়ে এসে থাকে। তবে এবারের এই মেসেজ কোনও ভুয়ো মেসেজ বা প্রতারণার ফাঁদ নয়।
এবার আসন্ন পাক-ভারত যুদ্ধ নিয়ে মোদীর অভিনব সিদ্ধান্ত! ভারতীয় বাহিনীর সুরক্ষায় এই ফান্ড তৈরি করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় মিডিয়া দিয়েছে এই খবর।
সেখানে বলা হয়েছে, ভারতীয় জওয়ান যারা যুদ্ধে আক্রান্ত হয়েছেন তাঁদের জন্য ও অস্ত্র কেনার জন্য দেশবাসীর কাছে এই আবেদন করেছেন প্রধানমন্ত্রী। এই তহবিলের জন্য খোলা হয়েছে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে সরকার।
যেখানে সরাসরি দেশের মানুষ অর্থ সাহায্যের জন্য টাকা পাঠাতে পারেন। দেশের বহু এই ধরনের একটি তহবিল তৈরির জন্য পরামর্শ দিয়েছিলেন সরকারকে। সেই পরামর্শ মেনে দিল্লির সিন্ডিকেট ব্যাংকে খোলা হয়েছে অ্যাকাউন্ট।
মঙ্গলবার ট্যুইটার পেজে ভারতীয় সেনাবাহিনী এ বিষয়ে একটি ব্যাখ্যা দেয়। মেসেজটি ভুয়ো না হলেও, পুরোপুরি সত্যি নয়। কারণ মেসেজে বলা হচ্ছে যুদ্ধে আক্রান্তদের জন্য এই আকা তোলা হচ্ছে। কিন্তু বাস্তবে এই টাকা দেওয়া হবে শহিদ জওয়ানদের বিধবা স্ত্রী’দের অর্থ সাহায্যের জন্য। ডিফেন্স ফান্ডের অ্যাকাউন্ট সেকশনের ডিরেক্টর তথা অবসরপ্রাপ্ত কর্নেল অনুপ সিনহা এই বিষয়ে একটি নোটিশ দিয়েছেন।
১৯৬২ তে একটি ন্যাশনাল ডিফেন্স ফান্ড খোলা হয়েছিল। সেই ফান্ডেও শহিদ পরিবারের সাহায্যে জন্য টাকা জোগাড় করা হয় এবং সেই ফান্ড সম্পূর্ণভাবে দানে চলে। সরকারের কোনও অনুদান এখানে আসে না। এমনটাই উল্লেখ করা হয়েছে www.pmindia.gov.in/national-defence-fund ওয়েবসাইটে।
অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য:
A/c Name : Army Welfare Fund Battle Casualties
A/c No. : 90552010165915
Bank Name : Syndicate Bank
Branch : South Block Branch, New Delhi
IFSC Code : SYNB0009055 সূত্র : কলকাতা২৪
২৩ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর