আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের সাধারণ পরিষদে কাশ্মীর ইস্যুকে খুঁচিয়ে তোলার জন্য নিজের দেশেই সমালোচিত হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ৷ পাকিস্তানের জাতীয় সংসদের বিরোধী দলনেতা সায়িদ কুরশিদ সাহা তীব্র ভাষায় আক্রমণ করলেন পাক প্রধানমন্ত্রীকে৷ তার অভিযোগ, জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তৃতার মধ্যে নওয়াজ শরিফের উচিত ছিল পাকিস্তানের সমস্যা গুলিকে বিশ্বের সামনে তুলে ধরা৷
সায়িদ কুরশিদ সাহা তীব্র ভাষায় জানিয়েছেন, নিজের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবদের ‘সবজান্তা’ ভাবেন নওয়াজ শরিফ৷ তিনি জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রণালয়ের সচিবদের অক্ষমতার জন্যই সমস্ত প্রতিবেশী দেশের সঙ্গে খারাপ সম্পর্ক তৈরি হয়েছে পাকিস্তানের৷ এমনকি পাকিস্তানকে সন্ত্রাসে মদতকারী দেশ হিসেবে চিহ্নিত করার জন্য সম্প্রতি মার্কিন কংগ্রেস যে বিল আনা হয়েছে সেই বিষয়েও পাকিস্তানকেই আক্রমণ করেছেন বিরোধী দলনেতা৷
তিনি জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব পররাষ্ট্র নীতির পরিবর্তন আনা দরকার পাকিস্তানের৷ এমনকি পাক পররাষ্ট্রমন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কোনো নীতি নেই বলেও দাবি করেছেন সায়িদ কুরশিদ সাহা৷
২৩ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই