 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক: কৌশলগত সহযোগিতার সার্বক্ষণিক সঙ্গী হিসেবে চীন এবং পাকিস্তান একে অপরকে সমর্থন করে। তাদের এই বন্ধুত্ব কখনোই ভাঙবে না। চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের বরাদ দিয়ে একথা জানায় দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।
জাতিসংঘ অধিবেশন চলাকালে এক ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে এক বৈঠকে লি একথা বলেন। পিটিআই জানায়, কাশ্মীর সংকট এবং উরি সন্ত্রাসী হামলায় ব্যাপারে সব প্রসঙ্গই এড়িয়ে গেছে চীনের সংবাদ মাধ্যমটি। লি বলেন, ইসলামাবাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করতে চায় চীন।
প্রত্যেকটি ফোরামে তারা পাকিস্তানের পক্ষে কথা বলবেন বলেও জানানো হয়। চীন-পাকিস্তান অর্থনৈতিক কড়িডোর এবং গোয়াদার বন্দরের উন্নয়ন নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রধানমন্ত্রী। পাকিস্তানে দ্য ডন পত্রিকা জানায়, কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে থাকার প্রতিশ্র“তি দিয়েছে চীন।
পাকিস্তানকে সন্ত্রাসবাদের শিকার বলে মনে করে তারা। তবে চীনের গণমাধ্যমে এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ চীনের অবস্থানকে স্বাগত জানিয়েছে বলে জানানো হয়। যুগান্তর
২৩ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/ইসলাম/নাঈম/