আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে ভারতীয় বিমানবাহিনীর অস্ত্রাগারে জায়গা পেল ৩৬ টি ড্যাসল্ট রাফায়েল যুদ্ধ বিমান৷ শুক্রবার নয়াদিল্লিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর ও ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী জেন ইজ লেদ্রঁনের উপস্থিতিতে স্বাক্ষরিত হলো এই চুক্তি৷ জানা গিয়েছে, ফ্রান্সের কাছ থেকে প্রায় ৫৮ হাজার কোটি টাকা বা ৭.৮ বিলিয়ন ইউরো অর্থমূল্যে ৩৬ টি রাফায়েল যুদ্ধ বিমান কিনছে ভারত৷
সূত্রের খবর, প্রাথমিক পর্যায়ে অগ্রিম হিসেবে মোট মূল্যের ১৫ শতাংশ প্রদান করছে ভারত৷ রাফায়েল বিমানের অন্যতম সুবিধা হলো এর দুটি ইঞ্জিন৷ ফলে একটি বিকল হলেও কাজ করবে অন্যটি৷ এমনকি জ্বালানীও কম লাগবে এতে৷ এছাড়া রাফায়েল বিমানে রয়েছে উন্নততর মেটিয়ার মিসাইল৷ যা সামরিক ভাবে অন্যান্য দেশের চেয়ে অনেকাংশে এগিয়ে রাখবে ভারতকে৷ দক্ষিণ এশিয়ায় ভারতের প্রতিবেশী দেশ চীন ও পাকিস্তানের বিমানবাহিনীর কাছেও নেই এরচেয়ে উন্নত এয়ার-টু-এয়ার মিসাইল৷
প্রসঙ্গত, প্রথমে ১২৬ টি রাফায়েল যুদ্ধ বিমান কেনার কথা ছিল ভারতের৷ কিন্তু অবশেষে ৩৬ টি এলো ভারতের অস্ত্রাগারে৷ গত জানুয়ারি মাসেই ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদেঁ প্রজাতন্ত্র দিবসে ভারতে এলে তখনই চূড়ান্ত হওয়ার কথা ছিল এই চুক্তি৷ কিন্তু রাফায়েলের দাম নিয়ে দর কষাকষি চলার ফলে চূড়ান্ত করা যায়নি এই চুক্তি৷
২৩ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই