আন্তর্জাতিক ডেস্ক : যৌথ ভাবে জাভেলিন অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বানাতে চলেছে ভারত ও আমেরিকা৷ স্বরাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে খবর, এর জন্য প্রায় সমস্ত প্রস্তুতিই সম্পূর্ণ হয়ে গিয়েছে দু’দেশের মধ্যে৷ এর আগেও বিশ্বের অন্যতম সামরিক ভাবে শক্তিশালী দুটি দেশ বহুবার একসঙ্গে অনেক সামরিক যৌথ মহড়া চালিয়েছে৷ এবার তাদের সেই যৌথ ভাবে সামরিক অস্ত্র নির্মাণ আরো সামরিক বন্ধুত্ব বাড়াতে চলেছে ভারত ও আমেরিকা৷ উরির হামলার পরে ভারতের পাশেই থাকার কথা দয়েছে আমেরিকা৷ এমনকি পাকিস্তানকে সন্ত্রাসীদের মদতদাতা হিসেবে চিহ্নিত করার জন্য মার্কিন কংগ্রেসেও আনা হয়েছে একটি বিল৷
সূত্রের খবর, এই জাভেলিন অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল চুক্তির মাধ্যমে পাকিস্তানকে চরম শিক্ষা দিতে দিল্লিকে লিখিত ভাবেই সাহায্য করতে চাইছে ওয়াশিংটন৷ জানা গিয়েছে শীঘ্রই মার্কিন সামরিক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতের হাতে তুলে দেয়া হবে এই মিসাইল প্রস্তুত করার টেকনোলজি৷ ভারতীয় সংস্থা টাটা পাওয়ার এসইডি ও মার্কিন জাভেলিন জয়েন্ট ভেনচারের মধ্যে হতে পারে এই মিসাইল তৈরির চুক্তি৷
ভারতের তৈরি হ্যান্ড হেল্ড মিসাইল এফজিএম-১৪৮ সাধারণত ব্যবহার করে থাকে মার্কিন বিমানবাহিনীর সদস্যরা৷ সাধারণত নিজেদের সামরিক সরঞ্জাম নিয়ে চরম গোপনীয়তা বজায় রাখে আমেরিকা৷ কিন্তু উরিতে ভারতীয় সেনার উপর পাক জঙ্গিদের হামলার পর ভারতকে জঙ্গি দমনে সাহায্য করে দিল্লির সঙ্গে তাদের বন্ধুত্বের অন্য মাত্রা দিতে চাইছে ওয়াশিংটন৷ এমনই মনে করছে সামরিক বিশেষজ্ঞরা৷-কলকাতা২৪
২৩ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই