শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ০৬:৫১:০৮

পাকিস্তানে ঢুকেছে রাশিয়ান বিশাল সেনাবহর, কিন্তু কেন?

পাকিস্তানে ঢুকেছে রাশিয়ান বিশাল সেনাবহর, কিন্তু কেন?

আন্তর্জাতিক ডেস্ক : যৌথ মহড়ায় অংশ নিতে পাকিস্তান পৌঁছল রাশিয়ান সেনাবাহিনী। আজ রুশ বাহিনীর জওয়ানরা পাকিস্তান পৌঁছেছেন। আগামীকাল থেকে ১০ অক্টোবর পর্যন্ত চলবে এই মহড়া।

আগাম নির্ধারিত থাকলেও উরি হামলার কারণে এই সেনা মহড়া মস্কো স্থগিত করতে পারে বলে মনে করা হচ্ছিল। কিন্তু, মস্কোতে অবস্থিত পাক দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, মহড়া বাতিল হচ্ছে না। সেই মতো নির্ধারিত সময়সূচি অনুযায়ি পাকিস্তানে উপস্থিত হয় রুশ সেনা। এই প্রথম দুই দেশের মধ্যে সামরিক মহড়া হবে।

প্রসঙ্গত, চলতি বছরের মার্চেই পুণেতে যৌথ মহড়া করে রাশিয়া ও ভারত। এছাড়া এই বছরের শুরুতেই বঙ্গোপসাগরে ভারতীয় নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেয় রাশিয়া।

সম্প্রতি চিন সীমান্তে যৌথ সামরিক মহড়া করেছিল ভারত ও আমেরিকা। এর আগে পাকিস্তান সীমান্তেও যৌথ মহড়া করে দুই দেশ।-টাইমস অফ ইন্ডিয়া
২৩ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে