আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকা, ফ্রান্সে সামসাং নোট ২ আগেই ব্যান করার ঘোষণা করে দিয়েছে। এবার হয়তো এই ঘটনার পর ভারতেই এই ফোন নিষিদ্ধ হতে পারে।
আজ ২৩ সেপ্টেম্বর সকালে, সিঙ্গাপুর থেকে চেন্নাইগামী বিমান ল্যান্ড করতেই এক যাত্রীর স্যামসাং নোট ২ ফোনটিতে আগুন ধরে যায়। এই ঘটনায় নড়েচড়ে বসেছে ডিজিসিএ। এদিন ডিজিসিএ-র মুখপাত্র জানিয়েছেন, ফোনটি প্লেনের ওভারহেড বিনের মধ্যে রাখা ছিল। বিমানের এক ক্রু হঠাত্ দেখতে পান, ওভারহেড বিন থেকে ধোঁয়া বেরতে থাকে। তড়িঘড়ি বিন খোলামাত্রই খুঁজে পাওয়া যায় ফেটে যাওয়া ফোনটি। আগুনে পুড়ে যাওয়া ফোনটি থেকে বিমানে আগুন লেগে যেতে পারে এই আশঙ্কায় অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্য নেয়া হয়।
তার কথায়, আমরা যাত্রীদের আগেও অনুরোধ করেছিলাম, বিমানে সামসাংএর নোটপ্যাড ব্যবহার না করতে। যদি সেটি নিয়ে উড়ানে উঠতেই হয়, তাহলে নোটপ্যাডটি নয় সুইচড অফ করে রাখতে হবে নতুবা ফোনটি নিয়ে ট্র্যাভেল না করাই বুদ্ধিমানের কাজ হবে।
বিমানের জন্য এই নোটপ্যাডটি একেবারেই গ্রহণযোগ্য নয়। তাই এই বিষয়টি নিয়ে স্যামসাং-র উচ্চমহলে কথাবার্তা চালানো হবে বলে জানা গিয়েছে।-টাইমস অফ ইন্ডিয়া
২৩ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই