শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ০৮:৪৮:৩৬

৩ বছরের মেয়েকে ডুবিয়ে মারার দায়ে বাবার ১০০ বছরের জেল

৩ বছরের মেয়েকে ডুবিয়ে মারার দায়ে বাবার ১০০ বছরের জেল

আন্তর্জাতিক ডেস্ক : তিন বছরের মেয়েকে সুইমিং পুলে ডুবিয়ে মারার দায়ে ১০০ বছরের জেল হলো সত্‍ বাবার। নৃশংস এই হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ পাওয়া যায় হোটেলের সিসিটিভি ক্যামেরার সুবাদে।

জানা গিয়েছে, ২০১৫ সালের অগস্ট মাসে মেক্সিকোর মোরেলিয়া শহরের এক হোটেলে উঠেছিলেন ওই দম্পতি। হোটেলের ঘরে ঘুমোচ্ছিলেন স্ত্রী, সেই সুযোগে শিশুকন্যার ওপর নিজের আক্রোশ মেটানোর পরিকল্পনা করে হোসে ডেভিড এন। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

হোটেলের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সাঁতার না জানা শিশুটিকে নিয়ে খেলা করার উছিলায় তাকে সুইমিং পুলের পানিতে ছুড়ে ফেলে দেয় ওই ব্যক্তি। পারিতে পড়ার পর বাঁচার জন্য আকুতি জানালেও তাকে উদ্ধারের কোনো চেষ্টা করেনি হোসে। ফুটেজে দেখা গিয়েছে, শিশুটিকে সে বার বার পুলের পানিতে ছুড়ে ফেলে। এক সময় তাকে বাঁচাতে হাওয়া ভর্তি রাবার টিউব ছুড়ে দিয়েছিল সে। কিন্তু ইচ্ছে করেই তা শিশুর নাগালের বাইরে ফেলেছিল। শুধু তাই নয়, এরপর পুলের পানির নিচে শিশুটিকে চেপে ধরে রেখে তার শ্বাসরোধ করে ওই পাষণ্ড। যতক্ষণ না শিশুকন্যার নিস্তেজ দেহ তলিয়ে যাচ্ছে, ততক্ষণ ধৈর্য ধরে পুলের ধারে সে অপেক্ষা করে।

আদালতে নিজেকে নির্দোষ প্রমাণ করার অনেক চেষ্টা করে হোসে। কিন্তু সিসিটিভি ফুটেজে শিশু খুনের দৃশ্য দেখে তাতে আমল দেননি বিচারক। আদালতের নির্দেশে শিশুহত্যার দায়ে হোসে ডেভিডের ১০০ বছরের কারাদণ্ড হয়েছে। রায় ঘোষণার সময় আসামির প্যারোলে মুক্তির সম্ভাবনাও নাকচ করে আদালত।
২৩ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে