আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ককে অগ্রাধিকার দিয়ে সন্ত্রাস দমনে কাবুলকে সম্পূর্ণ সাহায্যের কথা দিল ভারত ও আমেরিকা৷
জানা গেছে, জাতিসংঘের ৭১তম সাধারণ সভা চলাকালীন আফগান প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত করে ভারত ও আমেরিকার একটি প্রতিনিধি দল৷ আর সেখানেই সন্ত্রাস দমনসহ একাধিক বিষয়ে আফগানিস্তানের পাশে থাকার কথা দেয় দু’দেশ৷
আরো জানা গেছে, সেই বৈঠকে উপস্থিত ছিলেন আফগানিস্তানে ভারতীয় রাষ্ট্রদূত মনপ্রীত বোহরা, মার্কিন স্পেশাল রিপ্রেসেন্টটিভ রির্চার্ড ওলশন ও আফগান ডেপুটি ফরেন মিনিস্টার হেকমাত কারজাই৷
সূত্রের খবর, আফগানিস্তানের পক্ষ থেকে ভারত ও আমেরিকাকে জানানো হয়েছে কেমন ভাবে তাদের দেশে সন্ত্রাস ছড়াতে মদত দান করছে পাকিস্তান৷ তখনই পাকিস্তানকে কড়া জবাব দিতে আফগানিস্তানকে পাশে দাঁড়ালো দু’দেশ৷ এছাড়া অর্থনৈতিক সাহায্য দানের কথা বলা হয়েছে বৈঠকে৷
২৩ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই