শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ১১:২৩:০৬

এয়ারটেলের 4G-তে ৩ মাস ডেটা ফ্রি!

এয়ারটেলের 4G-তে ৩ মাস ডেটা ফ্রি!

আন্তর্জাতিক ডেস্ক : এবার জিও-কে পাল্টা চাল এয়ারটেলের। ৪জি ব্যবহারকারীদের ৯০ দিনের জন্য পুরোপুরি ফ্রি ডেটা প্ল্যান ঘোষণা করল দেশের বৃহত্তম টেলিকম সার্ভিস প্রোভাইডার। ১৪৯৫ টাকায় ৯০ দিনের জন্য আনলিমিটেড ৪জি ডেটা পাবেন এয়ারটেল ব্যবহারকারীরা। আর নতুন যারা এয়ারটেলের সংযোগ নেবেন, তাদের জন্য এই অফার আরো এক টাকা কমে, অর্থাত্‍ ১৮৯৪ টাকায় পাওয়া যাবে।

ভারত সহ দক্ষিণ এশিয়ায় এয়ারটেলের ডিরেক্টর, অপারেশনস অজয় পুরী জানিয়েছেন যে ৪জি ব্যবহারকারীদের মধ্যে বেশি মাত্রায় ইন্টারনেট ব্যবহারের ঝোঁক দেখা যায়। তাদের কথা মাথায় রেখেই এই অফার এনেছে এয়ারটেল। এবার থেকে টানা ৯০ দিন ডেটা খরচের চিন্তা না করেই ২৪ ঘণ্টা অনলাইন থাকতে পারবেন এয়ারটেলের ৪জি ব্যবহারকারীরা।

বর্তমানে শুধু দিল্লিতে এই সুবিধা পাওয়া গেলেও আগামী কয়েক দিনের মধ্যেই দেশের অন্য সার্কেলেও এই অফার নিয়ে আসছে এয়ারটেল। রিলায়েন্স জিও-র তাক লাগানো অফারে নড়েচড়ে বসেছে ভারতের সব টেলিকম সার্ভিস প্রোভাইডাররা। প্রতিযোগিতায় টিকে থাকতে এবার এয়ারটেলের মতো অন্যরাও নিয়ে আসছে নিত্য-নতুন অফার।-টাইমস অফ ইন্ডিয়া
২৩ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে