আন্তর্জাতিক ডেস্ক : কেরালার কোঝিখোদে শুক্রবার থেকে শুরু হওয়া ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় পরিষদীয় দলের বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হতে উঠলো কাশ্মিরের উরির জঙ্গি হামলা৷ জানা গিয়েছে, সেই বৈঠকে বিজেপির অনেক শীর্ষস্থানীয় নেতাই স্বীকার করে নিয়েছেন সীমান্তবর্তী অঞ্চলে আরও বেশি নিরাপত্তায় জোড় দেওয়া দরকার ভারতের৷
এমনকি উরির হামলার পেছনে যে পাকিস্তানের মদত রয়েছে তার উত্তর দেওয়ার জন্য পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার বার্তা দিয়েছেন প্রায় সকল নেতাই৷ বিজেপি নেতা সিদ্ধার্থ নাথ সিং জানিয়েছেন, যদি উন্নতির কথাই বলা হয় তবে নিরাপত্তার উন্নতিই হবে সবচেয়ে বড় পদক্ষেপ৷ এমনকি পাকিস্তানের বিরুদ্ধে যে ভারত কড়া পদক্ষেপ নেবে তাও জানিয়েছেন তিনি৷
২৪ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি