আন্তর্জাতিক ডেস্ক : আরও একটি মিশাইলের সফল উৎক্ষেপণ করলো ভারতের বিমানসেনার ‘টাইগার’ স্কোয়াড৷ শুক্রবার ‘MICA’ নামের মিশাইলটি পরীক্ষামূলকভাবে পরীক্ষা চালানো হয়৷ তা সফল হয়েছে বলে ভারতীয় বিমানসেনার তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে৷
‘MICA’ যে কোনও মুহূর্তে শত্রু বিমানে নিখুঁত হামলা চালাতে পারবে৷ এমনটাই দাবি ভারতীয় বিমান সেনার৷ চোখে দেখা যাচ্ছেনা এমন দূরের কোনও বিমানেও ‘MICA’ আঘাত আনতে পারবে৷ মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেবে শত্রু পক্ষের সেই বিমান৷ নতুন এই মিশাইলটির সফল পরীক্ষার ফলে, ভারতের বিমানসেনার শক্তি প্রায় অনেকটাই বেড়ে গেল বলে ধারনা করা হচ্ছে৷
এদিকে শুক্রবার সকালেই ভারতের সঙ্গে রাফায়েল চুক্তি সম্পন্ন করেছে ফ্রান্স৷ বিমানসেনার অস্ত্রাগারে যোগ হচ্ছে ৩৬ টি ড্যাসল্ট রাফায়েল যুদ্ধ বিমান। জানিয়েছেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর৷ বিশেষজ্ঞদের মতে এই ধরণের চুক্তিতে পাকিস্তানের উপর চাপ আরও বাড়ছে৷ এদিকে সীমান্তেও জোরদার করা হয়েছে নিরাপত্তা৷ কোনও কিছু বেগতিক দেখলেই পাকিস্তানে আঘাত হানতে বিন্দুমাত্র সময় ক্ষেপন করবে না ভারতীয় সেনারা৷
২৪ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি