আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরে ভারতীয় বাহিনীর নিপীড়ন তদন্তে ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন পাঠাচ্ছে মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ তুরস্ক। ইসলামি সম্মেলন সংস্থা ওআইসির মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হওয়ায় সংস্থাটির পক্ষে তদন্ত মিশন পাঠানোর এখতিয়ার রয়েছে তুরস্কের।
সম্প্রতি নিউওয়ার্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়। এখানে মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সাথে আলোচনা হয়।
তুরস্কের প্রেসিডেন্ট এ সময় পাকিস্তানকে সব ধরনের সহযোগীতার আশ্বাস দেন। তিনি নওয়াজ শরীফকে বলেন, ভারত পাকিস্তানে আক্রমণ চালালে ছেড়ে দেবে না তুরস্ক। তিনি জানান, শিগগিরই কাশ্মীরে তদন্ত দল পাঠাবেন তিনি। সূত্র : বিজনেস রেকর্ডার, কাশ্মীর মনিটর
২৪ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর