 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মির ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে এখন প্রচণ্ড উত্তেজনা চলছে। আর এতে দুই দেশের সামরিক সামর্থ্য নিয়ে আলোচনা প্রাধান্য বিস্তার করছে। সাধারণভাবে মনে করা হয়ে থাকে, সামরিক শক্তি বেশি হলে জয়ের সম্ভাবনা অনেক বেশি থাকে।
সাধারণভাবে বড় দেশ এবং বিপুল ব্যয়ের কারণে ভারতের চেয়ে পাকিস্তানের সামরিক শক্তি অনেক কম। বিশেষ করে সামরিক বাহিনীর সদস্য সংখ্যা, সরঞ্জাম, ট্যাংক, বিমান, সাবমেরিন ইত্যাদি দিক থেকে ভারত এগিয়ে রয়েছে।
কিন্তু তবুও স্বস্তিতে নেই ভারত। কারণ অন্তত একটি দিকে পাকিস্তান এগিয়ে আছে। আর দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেলে এই অস্ত্রটিই সিদ্ধান্তসূচক হতে পারে। সেটা হলো পরমাণু বোমা। উভয় দেশের হাতেই পরমাণু বোমা আছে। তবে ভারতের চেয়ে পাকিস্তানের হাতে পরমাণু বোমার সংখ্যা বেশি।
জার্মান মিডিয়ার একটি বিশ্লেষণ অনুযায়ী ভারতের আছে ৯০ থেকে ১১০টি পরমাণু অস্ত্র, সেখানে পাকিস্তানের ১০০ থেকে ১২০টি।
২৪ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম
 
  
                             
                                    
                 
  
                             
                                    
                 
  
                             
                                    
                 
  
                             
                                    
                