শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬, ১০:২৫:২৩

তালেবানদের সঙ্গে যোগাযোগ রাখতেন রাহমি

তালেবানদের সঙ্গে যোগাযোগ রাখতেন রাহমি

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে বোমা স্থাপনের প্রধান সন্দেহভাজন হিসেবে গ্রেফতার হওয়া আফগান যুবক আহমেদ খান রাহমি সম্পর্কে আরও কিছু তথ্য পাওয়া গেছে।এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, আফগান তালেবানদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো রাহমির।

রাহমি জন্মেছিলেন আফগানিস্তানে, পরে যুক্তরাষ্ট্রের নাগরিক হন। তিনি দুইবার পাকিস্তানে গেছেন, সেখানে কান কুয়া নকশবন্দি মাদ্রাসাও সময় কাটান। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের এক নিরাপত্তা কর্মকর্তা এ কথা জানান।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, রাহমি বেশ কয়েকবার আফগানিস্তান ভ্রমণ করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর মতে, প্রতিবার যুক্তরাষ্ট্রের ফেরার পথে রাহমিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে। কিন্তু কখনও জঙ্গিবাদে সংশ্লিষ্ট হিসেবে নজরদারিতে ছিলেন না তিনি।

স্থানীয়দের মতে, বাবার সঙ্গে একটি খাবারের দোকানে কাজ করা রাহমি আফগানিস্তান ও পাকিস্তানে একাধিক সফরের পরই দাড়ি ও প্রচলিত মুসলিম পোশাক পরা শুরু করেন।

এ ছাড়াও পাকিস্তানের কোয়েটা থেকে ২০ কিলোমিটার ভেতরে কুচলাক নামের একটি গ্রামে ইসলামি শিক্ষা করতে তিন সপ্তাহ কাটান রাহমি। কুচলাককে তালেবানদের যোগাযোগের একটি কেন্দ্র হিসেবেই বিবেচনা করা হয়।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা রাহমির পাকিস্তান সফর সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছেন। তারা জানান, ২০১১ ও ২০১৩ সালে পাকিস্তান যান রাহমি, এর মধ্যে ২০১৩ সালের সফরে তিনি সেখানে বিয়েও করেন। -গার্ডিয়ান, বাংলা ট্রিবিউন।
২৪ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে