শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬, ১০:৩৪:৫৪

পাকিস্তানকে কড়া বার্তা দিল ইইউ!

পাকিস্তানকে কড়া বার্তা দিল ইইউ!

আন্তর্জাতিক ডেস্ক : বালুচিস্তানের নাগরিকদের ওপর পাকিস্তান যদি নৃশংস অত্যাচার বন্ধ না করে তবে আর্থিক এবং রাজনৈতিক নিষেধাজ্ঞা জারি করা হবে বলে ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

ইউরোপীয় সংসদের ভাইস প্রেসিডেন্ট রাইসজার্ড জারনেস্কি বলেছেন, ‘মানবাধিকার সংক্রান্ত বিতর্কে আমি প্রস্তাব দিয়েছি, যদি কোনও দেশ মানবাধিকার নিয়ে সচেতন না হয় তবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারির পথে হাঁটতে হবে।’‌

জারনেস্কি আরো বলেন, ‘‌পাকিস্তানের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। বালুচিস্তান নিয়ে ওরা যদি নীতি না বদলায় তাহলে আমরাও ইসলামাবাদ এবং পাকিস্তানের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাব।’‌
২৪ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে