আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে গুপ্তহত্যার পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী গত বুধবার পার্লামেন্টে এই পরিকল্পনার কথা জানিয়েছেন।
তিনি জানান, উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে কিম জং উনকে হত্যার জন্য দক্ষিণ কোরিয়ার বিশেষ বাহিনী প্রস্তুত।
দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে বুধবার প্রতিরক্ষামন্ত্রী হ্যান মিন কুকে প্রশ্ন করা হয়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে হত্যার জন্য আমাদের বাহিনী কি প্রস্তুত আছে? জবাবে তিনি বলেন, আমাদের পরিকল্পনা আছে এবং আমাদের বিশেষ বাহিনীও প্রস্তুত। হ্যান মি কু বলেন, দক্ষিণ কোরিয়ার একটি সাধারণ পরিকল্পনা আছে শত্রু দেশের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা করার। বিশেষ করে ওই শত্রু দেশের নেতৃত্বকে শেষ করার পরিকল্পনা আছে। মনে করা হয়, কিম জং উনকে দক্ষিণ কোরিয়া হত্যার পরিকল্পনা করছে অনেক আগে থেকেই। তবে এভাবে পার্লামেন্টে খোলাখুলি কোনো মন্ত্রীর বলে দেওয়ায় অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। -সিএনএন
২৪ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর