আন্তর্জাতিক ডেস্ক : সারাবছর তিনি যেখানেই থাকুন না কেন পুজোর সময় বরাবরই গ্রামের বাড়িতে কাটিয়েছেন তিনি। রাইসিনা হিলসের বাসিন্দা হওয়ার পরও তাঁর সেই রেওয়াজে ছেদ পরেনি৷ এবারও তার অন্যথা হচ্ছে না। বাড়ির পুজোয় যোগ দিতে আগামী ৭ অক্টোবর ষষ্ঠীর দিনে কীর্ণাহারের মিরিটি গ্রামে আসার কথা রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। স্ত্রী বিয়োগের পর এটাই তাঁর প্রথম পুজো।
জানা গিয়েছে, ৮ অক্টোবর মুর্শিদাবাদের নবগ্রামে মিলিটারি স্টেশনের উদ্বোধন-সহ সিউড়িতে দু’টি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা। ১১ তারিখ ফেরার কথা। তাঁর সম্ভাব্য সফর এবং কর্মসূচির কথা জানিয়ে জেলা প্রশাসনের কাছে চিঠি পাঠিয়েছে রাষ্ট্রপতি ভবন।
রাষ্ট্রপতির সফর কালে যাতে কোনও অসুবিধে না হয় তার জন্যে উদ্যোগী প্রশাসনও। তাঁর নিরাপত্তা, নিয়ে ইতিমধ্যেই বার কয়েক বৈঠক করেছে পুলিশ-প্রশাসন। সফরের জন্যে কীর্ণাহার থেকে বোলপুর, সিউড়ি এবং বহরমপুর যাওয়ার সড়কও প্রস্তুত রাখছে প্রশাসন। কীর্ণাহার, সিউড়ি, বহরমপুর এবং প্রয়োজনের জন্যে শান্তিনিকেতনেও থাকছে হেলিপ্যাড।
জঙ্গিপুরের কংগ্রেস সাংসদ তথা রাষ্ট্রপতি পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, “৮ অক্টোবর নবগ্রামে একটি মিলিটারি স্টেশনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি। অনুষ্ঠান সেরে সিউড়ির দু’টি অনুষ্ঠানেও যাওয়ার কথা।’’
সিউড়ি পুরসভার উদ্যোগে রাষ্ট্রপতির বাবা তথা প্রয়াত স্বাধীনতা সংগ্রামী কামদাকিঙ্কর মুখোপাধ্যায়ের স্মৃতিতে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। -কলকাতা২৪।
২৪ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম